অভিজ্ঞ হলেও এটি খুঁজছেন কথাটা শুনে একটু অবাক হলেন তাই না, অবাক হওয়ার কিছুই নাই এটাই সত্য কথা, আসলে সত্য কিনা সেটা কাজটা শিখার পর নিজে নিজে বলবেন। MS Word কম বেশি সবাই অভিজ্ঞ আর আমরা প্রতিনিয়ত টাইপ করছি কিন্তু আমারা বাংলার মানুষ তাই আমাদের ইংরেজি টাইপের পাশাপাশি বাংলা টাইপ ও করতে হয়। তা ই দেখা যায় যখনি আমারা কোন ডকুমেন্ট এ বাংলা লিখতে যায় তখনি অনেক ক্ষেত্রে অনেক সময় Font পরিবর্তন এর ঝামেলায় পড়ি যেমন দেখা যায় একই ডকুমেন্টসে এ বাংলা লিখতে হয় আবার ইংরেজিও লিখতে হয়। এই অবস্থায় Font Option এ গিয়ে বার বার Font পরিবর্তন করতে হয় অথবা মেনু-বার কাস্টমাইস করা ঋড়হঃ এ কিক করে টাইপ করতে হয় এই অবস্থায় Font অপশন এ গিয়ে বার Font পরিবর্তন করা অত্যন্ত ঝামেলার কাজ এবং সময় বিনাশকারী আর তাই আমরা প্রত্যেকে মনে মনে বিরক্ত বোধ করি এবং চিন্তা করি যদি এইটা ও হাতের মধ্যে এক কিকে করে ফেলা যেত, তাই আজ আপনাদেরকে সেই চিন্তা থেকে মুক্তির প্রক্রিয়া দেখাব এবং ঝামেলা থেকে চিরতরে মুক্ত করে দিব, অনেক বেশি বেশি কথা বলে ফেললাম তার জন্য দু:খিত এইবার আসুন আসল কাজে যায় এটি তেমন কোন কঠিন কাজ নয় খুব সহজে একটি শর্টকাট পদ্ধতি ব্যবহার করে Font পরিবর্তন করা যায়। MS Word এ আমরা সাধারণত বাংলা লেখার জন্য SutonnyMJ এবং ইংরেজি লিখার জন্য Times New Roman ব্যবহার করি। আসুন এখন এই দুটি ফন্ট এর শর্টকাট তৈরি করে ফেলি যাতে এক ক্লিক দিয়েই SutonnyMJ থেকে Times New Roman এ চলে যাওয়া যায়। প্রথমে আপনার MS Word খুলুন তারপর Menubar থেকে Tools এ ক্লিক করুন তারপর Customize এ ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মত একটা বক্স আসবে
Menubar>Tools>Customize
এবার ওপরের বক্সের
নিচের Keyboard
লেখাতে ক্লিক করুন তাহলে Customize Keyboard নামে নিচের চিত্রের মত আরেকটা বক্স আসবে
এইবার সেইখানে Categories বক্সের লিস্ট থেকে
Font সিলেক্ট করে পাশের
Commands বক্স থেকে SutonnyMJ ক্লিক করুন তারপর
নিচের Press
new shortcut key বক্সে কীবোর্ড থেকে Ctrl+1 (Ctrl ধরে 1 চাপুন) অথবা আপনার
পছন্দমত শর্ট কি বসিয়ে দিন এবার একদম নিচের বাম পাশের Assign এ ক্লিক করুন। এইবার আবার
একিভাবে
Categories বক্সের লিস্ট থেকে Font সিলেক্ট করে পাশের
Commands বক্স থেকে Times New Roman ক্লিক করুন তারপর
নিচের Press
new shortcut key বক্সে কীবোর্ড থেকে Ctrl+2 (Ctrl ধরে 2 চাপুন) অথবা আপনার
পছন্দমত শর্ট কি বসিয়ে দিন এবার একদম নিচের বাম পাশের Assign এ ক্লিক করুন আর Close এ ক্লিক করে বেরিয়ে আসুন। এই কাজটি একবার
করলেই যে কোন ওয়ার্ড ফাইলে এর সুবিধা ভোগ করতে পারবেন। ব্যাজ হয়ে গেল
আপনার শর্টকাট। এখন আরামছে বাংলা টু ইংলিশ টাইপ করুন কোন ঝামেলা
আর বিরক্তি ছাড়া।
No comments:
Post a Comment